বিসিক মৌলভীবাজারের
সেবা সহায়তা কার্যক্রম
ক) বিনিয়োগ পূর্ব সহায়তা :
০১। শিল্পোদ্যোক্তা চিহ্নিতকরন।
০২। শিল্পোদ্যোক্তা উন্নয়ন।
০৩। বিপণন সমীক্ষা প্রনয়ন।
০৪। বিপণন সম্ভাব্যতা প্রতিবেদন
প্রনয়ন।
০৫।উপখাত ভিত্তিক সমীক্ষা প্রণয়ন
০৬। প্রজেক্ট প্রোফাইল প্রণয়ণ।
০৭।প্রকল্প প্রস্তাব প্রণয়ন ও মূল্যায়ন
০৮।কারিগরী তথ্য সংগ্রহ ও বিতরন
০৯। প্রশিক্ষন কর্মসূচী পরিচালনা।
খ) বিনিয়োগকালীন সহায়তা:
১১। শিল্প নগরীর প্লট বরাদ্দ প্রদান।
১২। ঋণ ব্যবস্থাকরন।
১৩। উদ্যোক্তার নিজস্ব বিনিয়োগে
শিল্প স্থাপনে সহায়তা প্রদান।
১৪। নকশা-নমুনা উন্নয়ন ও বিতরন
১৫। ঋণ বিতরনকৃত প্রকল্পের
তদারকীকরন ও ঋণ আদায়ের
জন্য শিল্প ইউনিট পরিদর্শন।
গ) বিনিয়োগোত্তর সহায়তা :
১৬।ক্রেতাবিক্রেতা সম্মেলনআয়োজন
১৭।পণ্যের মান নিয়ন্ত্রণ ও উন্নয়নে
সহায়তা প্রদান।
১৮। সাব কন্ট্রাকটিং ইউনিট তালিকা
ও সংযোগ স্থাপন।
১৯।সেমিনার,কর্মশালা ইত্যাদির
আয়োজন।
২০।বিভিন্ন তথ্য ও বুলেটিন প্রকাশ
২১। কর্মসংস্থান সৃষ্টিতে সহায়তা
ঘ) বিধিবদ্ধ কর্মকান্ড:
২২)ক্ষুদ্র ও কুটির শিল্পের রেজিষ্ট্রেশন
২৩।কর, শুল্ক ইত্যাদি মওকুফ বিষয়ে
সুপারিশ প্রদান।
২৪। শিল্পের কাঁচামাল ও মোড়ক সামগ্রী
আমদানীর ক্ষেত্রে প্রাধিকার
নির্ধারণে সুপারিশ প্রদান।