Title
National Productivity day'2020 Celebrated in Moulvibazar
Details
জাতীয় উৎপাদনশীলতা দিবস-২০২০ উদযাপনের অংশ হিসেবে জেলা প্রশাসন, মৌলভীবাজার কতৃক জুম অ্যাপ্লিকেশন এর মাধ্যমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন সম্মানিত জেলা প্রশাসক জনাব মীর নাহিদ আহসান। বক্তব্য রাখেন জনাব মোঃ শাহনেওয়াজ শাওন, শিল্পনগরী কর্মকর্তা, বিসিক শিল্পনগরী, মৌলভীবাজার; জনাব বকসি ইকবাল আহমেদ, সভাপতি নাসিব মৌলভীবাজার, জনাব নিয়াজ মোরশেদ, জেলা ট্রেনিং কো-অর্ডিনেটর বিডা মৌলভীবাজার, জনাব মোঃ হিরাজ আলী শাহ্, পরিচালক মেসার্স গ্রীণ ট্রাস্ট ল্যাটেক্স ইন্ডাস্ট্রিজ লিঃ বিসিক শিল্পনগরী, মৌলভীবাজার এবং জনাব মোঃ মামুনুর রশিদ, অতিরিক্ত জেলা প্রশাসক(সাবিক) মৌলভীবাজার। অনুষ্ঠানটি সঞ্চালন করেন বিসিক মৌলভীবাজার এর উপ-ব্যবস্থাপক জনাব মোঃ জোহুরুল হক ।